• মুখোমুখি চম্পাই-খাড়গে, কংগ্রেস বলছে 'সৌজন্য সাক্ষাৎ'...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেছেন চম্পাই সোরেন। বিধানসভা নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণও দিয়েছিলেন তিনি। তবে তাল কেটেছে দিনকয়েক যেতেই। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে চম্পাই সোরেনের নতুন মন্ত্রিসভায় খুশি নন কংগ্রেসের একাধিক বিধায়ক। একাধিক ইস্যুকে তুলে ধরে, হাত শিবিরের ১২ বিধায়ক অসন্তুষ্ট। অর্থাৎ কংগ্রেসের ১৬ বিধায়কের মধ্যে নতুন মন্ত্রিসভা নিয়ে অসন্তুষ্ট ১২ জন। শুধু তাই নয়, অসন্তোষের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। এই চর্চার মাঝেই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও কংগ্রেসের তরফ থেকে এই সাক্ষাৎকে একান্তই সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে। দুজনের সাক্ষাতের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন খাড়গেও।
  • Link to this news (আজকাল)