• উন্নয়নের জন্য বিজেপির সরকারে ফিরে আসা জরুরি, বিজেপির কনভেনশনে বার্তা মোদির...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "উন্নয়নের জন্য বিজেপির সরকারে ফিরে আসা জরুরি। আগামী পাঁচ বছর দ্রুত গতিতে উন্নয়ন হবে ভারতে। আর্থিক দিক থেকে প্রথম তিনে রয়েছে ভারত। ২০৪৭ সাল পর্যন্ত রোডম্যাপ তৈরি করা হয়েছে। তার জন্য যুব সম্প্রদায় দাঁড়িয়েছে সরকারের পাশে। বিজেপির কনভেনশনে এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত দশ বছরে দেশের উন্নয়ন সম্পর্কেও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের আমলে দেশের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মোদী বলেন কংগ্রেসের সময় চাকরিতে একাধিক দুর্নীতি হয়েছে কিন্তু গত দশ বছরে বিজেপির শাসনকালে কোনোরকম দুর্নীতি হয়নি। দেশকে বিশ্ব দরবারের কাছে প্রতিষ্ঠিত করতে একাধিক পরিকল্পনার কথা বলেন মোদি। জানান, "২০২৯ সালে যুব অলিম্পিক ভারতে অনুষ্ঠিত করার পরিকল্পনা চলছে। ২০৩৬ সালে আমরা অলিম্পিক আয়োজন করতে চাই ভারতে। দেশের উন্নয়নের জন্য নির্বাচনে জয়ী করতে হবে বিজেপিকেই।"
  • Link to this news (আজকাল)