• 'মোদিই থাকবেন ক্ষমতায়', বিজেপি অধিবেশনে স্পষ্ট বার্তা অমিত শাহের...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনে মোদির প্রধানমন্ত্রী হওয়ার স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিই দেশের উন্নয়ন করতে পারে। মোদিজি আত্মনির্ভর ভারতের লক্ষ্য রেখেছেন, ২০৪৭ সাল অবধি রোডম্যাপ তৈরি করে রেখেছেন। গোটা বিশ্বের কাছে তিনি ভারতকে সম্মানিত করেছেন। আমার বিশ্বাস, জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে।" শুধু নিজের দলের ক্ষমতায় আসা নয়, দেশের অন্যান্য বিরোধী দলগুলিকে আক্রমণ করতেও ছাড়েননি শাহ। রাজ্য তৃণমূলের দুর্নীতি থেকে কংগ্রেসের পরিবারতন্ত্র এবং সর্বোপরি ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেছেন তিনি। এদিন শাহ বলেন, "ইন্ডিয়া জোটের সব দলই দুর্নীতিগ্রস্থ। তৃণমূল কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। ঝাড়খণ্ডে এক কংগ্রেস সাংসদের বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। ভোটের সময় হিংসার জনক কংগ্রেস। ইন্ডিয়া জোটের দলগুলি যেখানে ক্ষমতায় রয়েছে সেখানেই হিংসা হয়েছে।"
  • Link to this news (আজকাল)