• আধার বাতিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "বাংলার মানুষকে বলছি, ভয় পাবেন না আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না।" বীরভূমের সরকারি অনুষ্ঠান থেকে এভাবেই আধার বাতিল ইস্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা ব্যানার্জির। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "প্রথমে কেন্দ্র বলছে এই কার্ড করাও, সেই কার্ড করাও নইলে টাকা দাও। তারপরেই হঠাৎ কাউকে না জানিয়েই অসংখ্য কার্ড বাতিল করে দিল। বীরভূমে কার্ড বাতিল হয়েছে কিছু মানুষের, দুই ২৪ পরগণায় বাতিল হয়েছে কিছু মানুষের। এগুলো কেন্দ্রের চক্রান্ত। আধার বাতিল হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেটা বন্ধ হলে আপনারা যাতে রাজ্যের প্রকল্পগুলির সুবিধা না পান সে কারণেই এই কাজ করছে কেন্দ্র।" ভোটের আগে সাধারণ মানুষকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, এক মাসের মধ্যে ভোটের দিন ঘোষণা হবে। তার আগে সবাই মনে করে ভোটার লিস্টে নাম তুলবেন। দলের একাধিক শীর্ষনেতা বর্তমানে জেল বন্দি। সেই প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। বলেন, "বিচার হোক। প্রমাণ দাও। আদালতে সাক্ষী আসুক। আইন আইনের পথে চলুক। কিন্তু বিনা বিচারে একেক জনকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। কেন্দ্র যদি ভাবে তাদের বন্দি করে রাখলে ভোটে জিতবে সেটা হতে দেব না।" এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)