• গায়েব শীতের আমেজ, ফাল্গুনে ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও শীতের আমেজ। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও, বেলা বাড়লেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি। যদিও উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ এখনও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে আপাতত ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে।
  • Link to this news (আজকাল)