Rohit-Yashasvi:রেকর্ডের পর রেকর্ড! তবু রোহিতের গলায় নেই যশস্বীর প্রশংসা, অবাক ঘটনায় শুরু হয়ে গেল ফিসফাস
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Yashasvi double-century:
তৃতীয় টেস্ট ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরি। সিরিজে এই নিয়ে পরপর দুটি টেস্ট ম্যাচে দুটি দ্বিশতক। তারপরও টিমের জুনিয়র যশস্বী জয়সওয়ালকে নিয়ে তেমন একটাও শব্দ খরচ করলেন না অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে যশস্বীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও বিশেষ কোনও জবাব দেননি।