• সোমে আমেঠীতে রাহুল-স্মৃতি
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল আমেঠীতে চড়বে পারদ। রাজনৈতিক মহলের মত তেমনটাই। কারণ? কারণ, সোমবার, অর্থাৎ সপ্তাহের শুরুর দিনেই আমেঠীতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির লোকসভা কেন্দ্র আমেঠী। সোমবার থেকে তাঁর ৪ দিনের সফর রয়েছে সেখানে। অন্যদিকে সোমবার আমেঠী যাচ্ছেন রাহুল। এক দশকের বেশি সময় ধরে ওই আমেঠীর সাংসদ ছিলেন রাহুল। ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছেই পরাজিত হন তিনি। সোমবার রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছচ্ছে আমেঠীতে। সময় দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁদের দুজন কি মুখোমুখি হবেন? তবে সূত্রের খবর,দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের জন্য গিয়েছিলেন সেখানে। মনে করা হচ্ছে, ২০১৯ সালের পর এটাই সম্ভবত দ্বিতীয় বার, যখন আমেঠীর প্রাক্তন এবং বর্তমান সাংসদ একই সময়ে সেখানে উপস্থিত থাকবেন। গেরুয়া শিবির সূত্রের খবর, স্মৃতি ইরানি চারদিন থাকবেন তাঁর কেন্দ্রে। এই কয়েকদিনে তিনি বেশ কয়েকটি গ্রামে ঘুরে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। আমেঠীতে ভোট লড়ার আগে, স্মৃতি ইরানি ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে একটি বাড়ি তৈরি করে থাকবেন। ২২ ফেব্রুয়ারি, তাঁর বাড়ির একটি অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে সোমবার সেখান পৌঁছচ্ছে রাহুলের ভরত জোড়ো যাত্রা, আমেঠী শহরে তাঁর রোড শো এবং জনসভা রয়েছে।
  • Link to this news (আজকাল)