• মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার তালিকায় প্রথম স্থানে নবীন পট্টনায়েক...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম স্থান অধিকার করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। দেশের একটি সমীক্ষায় এই পরিসংখ্যান ধরা পড়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে ওড়িশার মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন নবীন পট্টনায়ক। ওড়িশার ৭৭ বছর মুখ্যমন্ত্রী ২০০০ সালের মার্চ মাসে প্রথম মুখ্যমন্ত্রী হন। জনপ্রিয়তায় তিনি ৫২.৭ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি নেতা ৫১.৩ শতাংশ জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায় সাত বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। চতুর্থ স্থানে রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। পঞ্চম স্থানে রয়েছেন ত্রিপুরার মানিক সাহা।
  • Link to this news (আজকাল)