• 'আগামী ১০০ দিন গুরুত্বপূর্ণ', ভোটের প্রাক্কালে দলীয় কর্মীদের বার্তা মোদির...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে লোকসভা নির্বাচন। ঠিক তার আগে আগেই দেশের প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশে বার্তায় বললেন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আগামী ১০০ দিন। দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনে তিনি বলেন, "আগামী ১০০ দিন অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে প্রতিটি ভোটার, সম্প্রদায় এবং সকল সুবিধাভোগীর কাছে আমাদের পৌঁছে যেতে হবে। অর্জন করতে হবে সকলের বিশ্বাস।" মোদি সহ গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা বারবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের কথা বলেছেন। জোটের লক্ষ্য ৪০০ আসন। এই পরিস্থিতিতে ভোটপূর্বের দিনগুলিতে বাড়তি নজর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আগামী দফায় নির্বাচন নিয়ে মোদি আশাবাদী হলেও, তিনি জানিয়েছেন, তৃতীয় দফায় তিনি আর ক্ষমতা উপভোগ করতে চান না, তিনি চান, দেশের মানুষের জন্য কাজ করতে। সাফ জানান, তাঁকে বলা হয়েছিল একসময়, নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে অনেক কাজ করেছেন, এবার তাঁর বিশ্রাম নেওয়া প্রয়োজন। উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি রাজনীতি নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করেন। মোদি জামানায়, গত একদশকের সময় নিয়েও এদিন প্রধানমন্ত্রী বলেন, ১০ বছরের দেশ চালানো এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা কোনও সহজ বিষয় নয়। উন্নয়নের জন্য বিজেপিকেই আবার ফিরে আনা উচিত বলে মনে করেন তিনি। মোদির আশ্বাস, আগামী ৫ বছরে দ্রুত উন্নয়ন হবে দেশের।
  • Link to this news (আজকাল)