• ১০০ দিনের কাজের টাকা দিতে চালু হল তৃণমূলের সহায়তা ক্যাম্প
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে গত দুই বছর ধরে টাকা পাননি পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ শ্রমিক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবার শ্রমিকদের টাকা দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। আগামী মাসের এক তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে শ্রমিকদের অ্যাকাউন্টে। জব কার্ড হোল্ডারদের তথ্য বিশদে পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে চালু করা হয়েছে সহায়তা ক্যাম্প। মুর্শিদাবাদ জেলার প্রায় দুই লক্ষ শ্রমিক ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করে টাকা পাননি। প্রশাসনের কর্তাদের অনুমান, মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ১৪০ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে এই প্রকল্পে। রবিবার সহায়তা ক্যাম্প পরিদর্শন করেন মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়ক এবং অন্যান্য নেতারা। ফারাক্কা বিধানসভা এলাকাতে মোট ১১ টি "সহায়তা ক্যাম্প" করা হয়েছে বলে জানান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি জানান, যাঁরা লিখতে পারেন না তাঁদের সাহায্য করতে দলের কর্মীরা রয়েছেন। তৃণমূল বিধায়ক বলেন," আগামী ২৫ তারিখ পর্যন্ত এই ক্যাম্পগুলো চালু থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত।" সূত্রের খবর, ফর্ম ফিলাপের পর কলকাতায় পাঠানো হচ্ছে সেই ফর্ম। ক্যাম্পে যাতে ভিড় না হয় সে কারণ প্রত্যেক গ্রামের বাসিন্দাদের জন্য আলাদা দিন ধার্য করা হয়েছে।
  • Link to this news (আজকাল)