• কোন্নগর খুনে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের, সিআইডি তদন্ত চাইছে শিশুর পরিবার...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: কোন্নগরে শিশু খুনের দু" দিন পার হয়েছে। এখনও অধরা অভিযুক্ত,নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। পুলিশি তদন্তে আস্থা রয়েছে, তবু সিআইডি তদন্ত চাইছে শিশুর পরিবার। গত শুক্রবার সন্ধায় ঘরে টিভি দেখার সময় নৃশংসভাবে খুপিয়ে খুন করা হয় আট বছরের শ্রেয়াংশু শর্মাকে। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারীকরা। শনিবার রাজ্য সিআইডি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে। এদিন আসে ফরেনসিক দল। দুই সদস্যের ফরেনসিক দল বেলা একটা নাগাদ কোন্নগরে শিশুর বাড়িতে পৌঁছয়। এক ঘন্টা ধরে তারা নমুুনা সংগ্রহ করেন। বেরিয়ে যাওয়ার সময় ফরেন্সিক এক্সপার্ট অভিজিত মান্ডি বলেছেন, রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করলে অনেক রক্তপাত হয় সেই ধরনের রক্তপাত দেখা গেছে। শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেছেন, ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করেছে, তবে বাড়ির কাউকেই তখন বাড়িতে ঢুকতে দেয়নি।ছেলের মেডিকেল রিপোর্ট ওঁরা সঙ্গে নিয়ে গেছেন। তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছেন, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য। আশা, কয়েকদিনের মধ্যেই অভিযুক্ত ধরা পড়বে। রিপোর্ট আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। তাঁর পুলিশের তদন্তে আস্থা আছে। তবে তিনি মনে করেন, সিআইডি তদন্ত হলে ভাল হত। এখনও আততায়ীর খোঁজ পায়নি চন্দননগর পুলিশ। আদর্শনগরের বাসিন্দাদের তরফে এদিন বিকেলে অবিলম্বে অপরাধী গ্রেপ্তারের দাবিতে অবস্থান এবং শান্তি মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জয় শুক্লা বলেছেন, এখনও পর্যন্ত পুলিশ অন্ধকারে রয়েছে। খুনের কারন বোঝা যাচ্ছে না। তিনি চাইছেন পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করুক। যে দোষী তার শাস্তি দাবি করেছেন তিনি। ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)