• স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি! সন্দেশখালির ৪টি এলাকা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত পরিস্থিতি। গত কয়েকদিনে একপ্রকার ফুঁসছে সন্দেশখালি। আঁচ ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। বিক্ষোভ, প্রতিবাদ, নেতা নেত্রীদের মন্তব্য, সব মিলিয়ে সন্দেশখালি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তবে দিনে দিনে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কি? প্রশাসনের সিদ্ধান্ত থেকে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। রবিবার জানা গেল, ১৯টির মধ্যে ৪টি এলাকা থেকে তুলে নেওয়া হচ্ছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সমগ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সমগ্র এলাকায় ১৪৪ ধারা জারি কেন? এই প্রশ্ন তুলে আদালত তা বাতিল করে। গত মঙ্গলবার এলাকায় শান্তি বজায় রাখার জন্য ১৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় পুনরায়। রবিবার জানা গেল, এদিন বিকেল ৪টা থেকে ৪টি এলাকা, দাউদপুর, আতাপুর, কুলেপাড়া এবং গোপালের ঘাটে আর বহাল থাকবে না ১৪৪ ধারা। উল্লেখ্য, ১৪৪ ধারা জারি থাকার কারণে গত কয়েকদিনে কংগ্রেস, বিজেপির নেতাদের সন্দেশখালি প্রবেশ করতে দেওয়া হয়নি। বাধা পেয়ে সুকান্ত মজুমদার থেকে অধীর চৌধুরী, রাস্তায় বসে প্রতিবাদ দেখিয়েছেন তাঁরা। অন্যদিকে শিবু হাজরাও গ্রেপ্তার। ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয় এই তৃণমূল নেতাকে। শিবপ্রসাদ হাজরা এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের হওয়ার পরই গ্রেপ্তার করা হয় তাকে। বসিরহাট আদালত এদিন তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। শিবপ্রসাদের গ্রেপ্তারিতে আনন্দের রেশ সন্দেশখালিতে।
  • Link to this news (আজকাল)