এবারের মতো বিদায়ের পথে শীত (Winter)। এবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। সকাল-সন্ধে শীতের আমজ থাকলেও দিনে মিলবে উষ্ণতার পরশ। যদিও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার আমেজ আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে, ফের একবার বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।