• স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ ট্রেন...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবসে, প্রতি বছর বিশেষ আয়োজন করে পূর্ব রেল। বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত একটি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হয়, যার মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। বিশ্বব্যাপী ভারতীয় ধর্ম ও দর্শনের প্রসারে তাঁর অবদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ ট্রেনটি স্বামীজির কলকাতায় প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবং তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য চালানো হয়। স্বামী বিবেকানন্দর কলকাতায় ফিরে আসার বিশেষ এই দিনটি স্মরণ করতে, এখনও প্রতি বছর এই বিশেষ দিনে, সকালে বজবজ থেকে একটি বিশেষ ট্রেন চলে।১২৮ তম প্রত্যাবর্তন বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামিকাল, ১৯ই ফেব্রুয়ারি একটি বিশেষ ইএমইউ ট্রেন সকাল ৯টা ৫৫মিনিটে বজবজ থেকে যাত্রা শুরু করবে এবং যাত্রা পথে সব স্টেশনে থামার পর সকাল ১০টা ৫২মিনিটে শিয়ালদা পৌঁছাবে।
  • Link to this news (আজকাল)