চম্পক দত্ত: দাসপুরে বেআইনি পোস্ত চাষের অভিযোগ। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জমিতে কাপড় দিয়ে ব্যারিকেড করে ঘিরে, তার মধ্যে লুকিয়ে চলছে দেদার পোস্ত চাষ। প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই চাষ। উদাসীন প্রশাসন। অভিযোগ এমনই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সড়বেড়িয়া ১ নম্বর অঞ্চলের মাছগেড়িয়া এলাকার। প্রশাসনের নজর এড়িয়ে মাছগেড়িয়া এলাকায় রমরমিয়ে বেআইনি পোস্ত চাষ চলছে বলে অভিযোগ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় কী করে হচ্ছে এই চাষ? তা নিয়েই উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মাছগেড়িয়া এলাকায় এই পোস্ত চাষ করতে দেখা যাচ্ছে। তিন মাস ধরে পোস্ত চাষ হলেও পুলিস প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মাছগেড়িয়া এলাকায় কয়েক বিঘা জমিতে অভিনব পন্থা অবলম্বন করে চলছে এই বেআইনি পোস্ত চাষ। জমির চারপাশ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে কেউ টের না পায় পোস্ত চাষের।পোস্ত চাষ নিষিদ্ধ এবং বেআইনি। পোস্ত চাষ করলে জেল জরিমানা থেকে কঠোর শাস্তির নিদান রয়েছে আইনে। এসব সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে পোস্ত চাষ। যদিও এক পোস্ত চাষি দাবি করেছেন যে, বিক্রি বা ব্যবসার জন্য নয়, এমনি খাওয়ার জন্য লাগিয়েছি।