Sandeshkhali Unrest: সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে কথা NCW চেয়ারপার্সনের, ক্ষোভ সামালে শিবির প্রশাসনের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Sandeshkhali Unrest:
এবার সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দ্বীপাঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা NCW চেয়ারপার্সনের। এর আগেও জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) দুই প্রতিনিধি গিয়েছিলেন সন্দেশখালিতে (Sandeshkhali)। তবে তাঁদের পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। সন্দেশখালিতে ঠিক কী ঘটেছিল? কী ধরনের নিপীড়নের শিকার হয়েছিলেন মহিলারা? তা জানতেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma) দু’দিনের বঙ্গ সফর।