• Kamalnath: বড় চমক দেওয়ার পথে কমলনাথ, বর্ষীয়ান রাজনীতিবিদের এখন বিরাট পরিকল্পনা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Sikh Riots-Kamalnath:

    কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথ বিজেপিতে যোগ দিতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই এনিয়ে জল্পনা চলছে। আজন্ম কংগ্রেসি প্রবীণ এই নেতার বয়স এখন ৭৭। তাঁর ছেলে নকুলও এখন মধ্যপ্রদেশের রাজনীতির চেনা মুখ। নকুল নাথের বয়স ৪৯। জল্পনা ছড়িয়েছে, শুধু কমল নাথই নন। তাঁর ছেলেও যোগ দিতে চলেছেন বিজেপিতে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)