উদ্বোধনের দুবছরও পেরোয়নি। তার মধ্যেই প্রগতি ময়দান টানেলের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে। এর প্রেক্ষিপ্তে দিল্লি সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) Larsen & Toubro (L&T) কোম্পানিকে ইতিমধ্যেই একটি নোটিশ পাঠিয়েছে এবং প্রগতি ময়দান টানেলে মেরামত কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে কোম্পানিকে ৫০০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। উল্টোদিকে সংস্থাও ৫০০ কোটির পালটা দাবি করেছে।