• রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকে। দলের সঙ্গে রাঁচি যাবেন না ভারতীয় পেসার। চতুর্থ টেস্টের রেজাল্টের ওপর নির্ভর করবে বুমরার শেষ তথা ধর্মশালা টেস্ট খেলা। প্রথমে শোনা গিয়েছিল রাজকোট টেস্টে বিশ্রাম দেওয়া হবে তাঁকে। কিন্তু সিরিজ ১-১ থাকায় বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তৃতীয় টেস্ট জিতে ভারত সিরিজে এগিয়ে যাওয়ায় এবার তাঁর ওয়ার্কলোড কমানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার রাজকোট থেকে রাঁচি রওনা হবে ভারতীয় দল। দলের সঙ্গে যাবেন না বুমরা। সোমবারই রাজকোট থেকে গাড়িতে আহমেদাবাদ রওনা হওয়ার কথা তাঁর। বাকি সবাইকেই চতুর্থ টেস্টে পাওয়া যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সব থেকে বেশি উইকেট নিয়েছেন বুমরা (১৭)। তিন টেস্টে ৮০.৫ ওভার বল করে ফেলেছেন। মূলত তাঁর ওয়ার্কলোড কমানোর জন্যই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। একইভাবে বিশাখাপত্তনামে দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বুমরার পরিবর্ত হিসেবে কাউকে ডাকা হবে কিনা সেটা এখনও জানা যায়নি। রঞ্জি খেলার জন্য তৃতীয় টেস্টে ছেড়ে দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে। রাঁচিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দলের সঙ্গে আছেন বাংলার আরেক পেসার আকাশ দীপও। 
  • Link to this news (আজকাল)