• ‌ লোকসভা ভোটে উপত্যকায় একা লড়ার ইঙ্গিত দিলেন মুফতি
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইন্ডিয়া’‌ জোটে ফের ধাক্কা। লোকসভা ভোটে একা লড়ার ইঙ্গিত দিলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (‌পিডিপি)‌‌ প্রধান মেহবুবা মুফতি। তিনি জানিয়েছেন, শীঘ্রই উপত্যকার ছয়টি আসনে প্রার্থী নির্বাচিত করে ফেলবে তাঁর দল। দলের মুখপাত্র সুহেল বুখারি বলেছেন, ‘‌ন্যাশনাল কনফারেন্স ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমরাও আলোচনা করছি। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌ এক সপ্তাহ আগেই ফারুক আবদুল্লা জানিয়ে দিয়েছেন, তাঁর দল ন্যাশনাল কনফারেন্স উপত্যকায় নিজের শক্তির উপর ভরসা রেখে লড়বে। প্রসঙ্গত, নীতীশ কুমার ইতিমধ্যে ‘‌ইন্ডিয়া’‌ জোট ছেড়ে এনডিএতে ফিরেছেন। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পাঞ্জাবে একাই লড়বে আপ। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও আসন নিয়ে নিজস্ব মতামত দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাংলায় একা লড়ার কথা বলেছেন। এই পরিস্থিতিতে পিডিপিও একা লড়ার সিদ্ধান্ত নিতে চলেছে। 
  • Link to this news (আজকাল)