• ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাত কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সীমান্তে সক্রিয় বিএসএফ। ১৬টি স্বর্ণের বার এবং ৪টি সোনার বিস্কুটসহ এক চোরাকারবারীকে আটক করল দক্ষিণবঙ্গের হোরান্দিপুরের সীমান্তে ৩২ ব্যাটালিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, উদ্ধার হয়েছে প্রায় ১১ কেজি সোনা। বর্তমান বাজারে জব্দ হওয়া সোনার মূল্য প্রায় সাত কোটি টাকার কাছাকাছি। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিলেন বিএসএফ জওয়ানরা। জওয়ানদের দুটি দল সন্দেহভাজন এলাকায় অতর্কিতে হামলা চালায়। দুই সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামতে বলে পুলিশ। একজন পালিয়ে গেলেও অপর ব্যক্তি ধরা পড়ে। তাকে তল্লাশি করতেই বেল্টের ভেতর থেকে ১৬টি সোনার বার ও ৪টি বিস্কুট পাওয়া যায়। ধৃত ব্যক্তিকে আটক করে জেরায় জানা গিয়েছে বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ সোনা সংগ্রহ করে ভারতে পাচার করার চেষ্টায় ছিল সে এবং তার বন্ধু। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনা সমেত ওই চোরাকারবারিকে কলকাতায় গোয়েন্দা দপ্তরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
  • Link to this news (আজকাল)