• সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা, রিপোর্ট দেবেন রাষ্ট্রপতিকে...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুদিনের রাজ্য সফরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা সন্দেশখালির পথে রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তিনি আঙুল তোলেন পুলিশের দিকে। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘পুলিশ কী শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য? এখনও মূল অভিযুক্তকে ধরা যায়নি। আমি সন্দেশখালি যাচ্ছি। মহিলারা চাইলেই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এঁদের সঙ্গে কথা বলার পর আমি রাজ্যপালের সঙ্গে কথা বলব। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলব’। সন্দেশখালির ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে শিবু হাজরা এবং উত্তম সর্দার। কিন্তু এখনও পলাতক মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এই তিনজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। গণধর্ষণের চেষ্টা এবং গণধর্ষণের মামলা রুজু হয়েছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। এখনও উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সন্দেশখালিতে। তারই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে স্থানীয় প্রশাসন। আশ্বাস দেওয়া হয়েছে পাশে থাকার।
  • Link to this news (আজকাল)