• সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী সহ যেকোনো ব্যাক্তি, নির্দেশ হাইকোর্টের...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির যে সমস্ত জায়গায় ১৪৪ ধারা তুলে দেওয়া হয়েছে সেখানে যেতে দিতে হবে শুভেন্দু অধিকারী সহ যেকোনো ব্যক্তিকে। তাদের বাধা দিতে পারবে না পুলিশ-প্রশাসন। কোনোরকম বিধিনিষেধ তাদের ওপর প্রয়োগ করলে সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করা হবে আদালতের তরফে। সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি চন্দ বলেন, কোনো একজন ব্যক্তি বিশেষকে আটকানো বেআইনি। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যেতে দিতে হবে। যেখানে যেখানে ১৪৪ ধারা তুলে দেওয়া হয়েছে সেখানে যেতে পারবেন তিনি। শুভেন্দুর গতিবিধির ওপর বিধিনিষেধ আরোপ করলে তা আদৌ বৈধ কিনা তা খতিয়ে দেখবে আদালত। এর আগে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু মাঝপথেই তাঁকে আটকায় পুলিশ। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।
  • Link to this news (আজকাল)