• কান্দিতে ফাঁকা বাড়িতে দু:সাহসিক চুরি
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেউ না থাকার সুযোগ নিয়ে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রূপপুর এলাকাতে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে- আগমনী মণ্ডল নামে ওই বাড়ির বাসিন্দা চিকিৎসার জন্য তাঁর সন্তানকে নিয়ে রবিবার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন। ওই মহিলার স্বামী বর্তমানে কর্মসূত্রে অন্য রাজ্যে আছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী ওই মহিলার বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। ওই মহিলার প্রতিবেশীরা রাতে বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পেয়ে স্থানীয় পুর প্রতিনিধি এবং কান্দি থানাতে খবর দেন। এরপর কান্দি থানার পুলিশ এলে বাড়ির ভেতরে ঢুকে দেখতে পাওয়া যায় দুষ্কৃতীরা ৩-৪ টি আলমারি ভেঙে নগদ কিছু টাকা এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, "ওই মহিলা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার আগে নিজের সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী যেখানে রেখে গিয়েছিলেন।চোরেরা সেই জায়গার হদিশ পায়নি বলে আমরা জানতে পেরেছি। তবে চোরেরা আলমারির তালা ভেঙে এবং ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র সবই লণ্ডভণ্ড করে দিয়ে গেছে।" তিনি বলেন, "ইতিমধ্যেই আগমনী মণ্ডল নামে ওই মহিলাকে ফোন করে তাঁর বাড়িতে চুরির ঘটনা জানানো হয়েছে এবং তাঁর আত্মীয়রা এসে ঘরের পরিস্থিতি দেখে গেছেন।" আগমনীর এক আত্মীয় বলেন, "বাড়ির তিনটে আলমারি এবং ৪ টি ঘরের তালা ভেঙে থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে আমাদের অনুমান। আগমনী বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার পরই দুষ্কৃতীরা ওর বাড়ির ভিতরে ঢোকে বলে আমাদের সন্দেহ। তবে আগমনীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কোনও সোনার গয়না চুরি হয়নি।" কান্দি থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন- ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও ওই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
  • Link to this news (আজকাল)