Fish Amritsari: যেমন মুচমুচে, তেমন স্বাদ! ভেটকি দিয়ে বানিয়ে ফেলুন ফিশ অমৃতসরি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ফেব্রুয়ারি ২০২৪
Vetki Fish Amritsari: চায়ের সঙ্গে টা না হলে ঠিক জমে না। বৃথা আড্ডার মেজাজ। মাংসের ভাজাভুজির পদ তো অনেকই রয়েছে, কিন্তু মজা জমবে মাছের তৈরি পদে। স্বাদে বদল আনতে বাড়িতেই বানান ফিশ অমৃতসরি। দেখুন রেসিপি।