• Pakistan: তোলপাড় পাকিস্তান! সেনাবাহিনীর বিরুদ্ধে বিরাট ‘রায়’
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • Pakistan-Imran Khan:

    পাকিস্তানের সড়ক পরিবহণ সংস্থা, ‘কারিম’ সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেছে, ‘যুদ্ধ হয়ে গেল’? এই পোস্ট করার কারণ, ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা বিলাওয়াল ভুট্টো ও শেহবাজ শরিফদের বিরুদ্ধে ব্যাপকহারে ভোট দিয়েছেন। ভুট্টো আর শরিফদের পিছনে ছিল পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থন। ভুট্টো আর শরিফের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধেই ভোট দেওয়া। সেটা বোঝাতেই কারিম ওই পোস্ট করেছিল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)