Ben Stokes: DRS কারচুপিতেই কি জিতেছে ভারত! বড় ইঙ্গিতে বিরাট মন্তব্যে আগুন জ্বালালেন স্টোকস
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ফেব্রুয়ারি ২০২৪
IND vs ENG 3rd test at Rajkot:
ভারতের কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ডকে। আর রেকর্ড এই হারের ডিআরএস নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। জ্যাক ক্রলিকে যেভাবে আউট দেওয়া হয়েছে, তা প্রশ্নবিদ্ধ, এমনটাই বলছেন স্টোকস।