• ‌‌‌ব্যানার–ফেস্টুন, মিছিলে নিষেধাজ্ঞা, ভাষা দিবস উপলক্ষে প্রস্তুত ঢাকার কেন্দ্রীয় শহি‌দ মিনার...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার। নিরাপত্তার স্বার্থে এবার ব্যানার–ফেস্টুন বহন করা এবং মিছিল করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনার কেন্দ্রীক চারস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই খুলে দেওয়া হবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনার। এদিন নিরাপত্তা খতিয়ে দেখতে শহিদ মিনারে আসেন ডিএমপি কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিরাপত্তা আর শৃঙ্খলায় নিয়োজিত থাকবে বিএনসিসি আর রোভার স্কাউট। প্রধানমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ২১ বার পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সেই দুর্লভ ছবি নিয়ে শহিদ মিনার এলাকায় একটি প্রদর্শনীও করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)