• পাকিস্তানে প্রেসিডেন্ট পদে পিপিপি’র প্রার্থী হচ্ছেন জারদারি: বিলাওয়াল ভুট্টো...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জাতীয় নির্বাচনে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান মুসলিম লিগকে সরকার গঠনে সমর্থন দিলেও প্রেসিডেন্ট পদে আলাদা করে প্রার্থী দিচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিলাওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, ‘জারদারি প্রেসিডেন্ট হলে দেশে ঐক্য ফিরিয়ে আনবেন। পাকিস্তানে বিদ্বেষের আগুন নিভিয়ে দিতে এবং দেশের ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন জারদারি’। নির্বাচন প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ারে বসার জন্য আমার কোনও জেদ ছিল না। আমি আপনাদের জন্য, আমার জনগণের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি’। রবিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের থাট্টা শহরে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই কথা জানিয়েছেন তিনি। পিপিপি চেয়ারম্যান জানিয়েছেন, ‘সব রাজনৈতিক দলের উচিত তাদের ব্যক্তিগত লাভের পরিবর্তে পাকিস্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা করা। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল পিএমএলএন প্রথম তিন বছরের জন্য তাদের প্রধানমন্ত্রী করবে এবং আমি পরের দু’বছরের জন্য প্রধানমন্ত্রী হব। আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। নিজের জন্য নয়, আমি জনগণের জন্য কাজ করি’। উল্লেখ্য, নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯২ আসনে। নওয়াজ শরিফের পিএমএলএন পেয়েছে ৭৫ আসন। আর বিলাওয়ালের পিপিপি ৫৪ আসনে জয়ী হয়েছে।
  • Link to this news (আজকাল)