• নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির হাজার হাজার মানুষ। শনিবার তেল আভিভের রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। এ সময় দেশটিতে আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। যদিও নেতানিয়াহু দেশটিতে আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন।হাজার হাজার ইজরায়েলি নাগরিক পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ শুরু করেন তেল আভিভে। এ সময় মাথায় ইজরায়েলের পাতাকা জড়ানো এক বিক্ষোভকারী বলেন, "আমি সরকারকে বলতে চাই যে, আপনারা অনেক সময় পেয়েছেন। আপনি যা ধ্বংস করার করেছেন। এখন জনগণের সময় এসেছে সবকিছু শুধরে নেওয়ার।" গত ৭ অক্টোবর গাজায় ইজরায়েলের হামলা চালানোর পর থেকেই আগাম নির্বাচনের দাবি উঠতে থাকে। কিন্তু এ সময় চালানো জনমত সমীক্ষাগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে।
  • Link to this news (আজকাল)