• জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা, নেটমাধ্যমে পোস্ট অশ্বিনের স্ত্রীর...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উৎকণ্ঠার ৪৮ ঘণ্টা..। ৫০০ থেকে ৫০১ উইকেটের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, জানালেন রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন। রাজকোট টেস্ট চলাকালীন আচমকা দল ছেড়ে চেন্নাই যেতে হয় ভারতীয় স্পিনারকে। ঘটনাচক্রে ৫০০ উইকেটের রেকর্ড করার দিনই এই ঘটনা ঘটে। অশ্বিনের মা আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি বাড়ি ফিরে যেতে হয় তাঁকে। তৃতীয় দিন দশজনেই খেলে ভারত। চতুর্থ দিন ফিরে এসে আবার দলের সঙ্গে যোগ দেন অশ্বিন। চেন্নাই থেকে আবার রাজকোটে ফেরার বিশেষ বিমানের ব্যবস্থা করে দেয় বিসিসিআই। ফিরে আবার উইকেটও নেন অশ্বিন। তৃতীয় টেস্ট জয়ের পর তাঁর ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন স্ত্রী প্রীতি নারায়ণন। তিনি লেখেন, "হায়দরাবাদে হয়নি, বিশাখাপত্তনামেও হয়নি। ৪৯৯ উইকেটের পর আমি বাড়িতে মিষ্টি কিনে বিলিয়েছিলাম। তারপর দ্রুত ৫০০ উইকেট হয়। কিন্তু ৫০০তম উইকেট যত তাড়াতাড়ি এল, তত তাড়াতাড়ি চলেও গেল। ৫০০ এবং ৫০১ উইকেটের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা। ৫০০ উইকেট দারুণ প্রাপ্তি। ভাল ক্রিকেটারের পাশাপাশি দারুণ মানুষ অশ্বিন। আমি সত্যিই গর্বিত। আমরা সবাই তোমাকে ভালবাসি।" অশ্বিনের জীবনে অনেক চড়াই-উতরাই এসেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর কামব্যাক ঘটেছে। একসময় বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়েও সংশয় ছিল। বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ভারতের বিশ্বকাপ দলে ছিলেন। এবার মায়ের আচমকা অসুস্থতায় আরও একটি পরীক্ষার মুখে পড়েছিলেন অশ্বিন। মাঝে একদিন জাতীয় দল থেকে ছুটি নিয়ে ছেলের দায়িত্ব পালন করে এসেছেন। আবার ফিরে উইকেটও নেন। একদিকে কয়েকদিন আগেই রবীন্দ্র জাদেজার বাবা অভিযোগ করেন, ছেলে তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখে না। তারমধ্যে অশ্বিনের মায়ের প্রতি এই দায়িত্ববোধ ভারতীয় দলে একটি উদাহরণ সৃষ্টি করবে। 
  • Link to this news (আজকাল)