• কেকেআরের জার্সিতে দেখা যাবে 'অবিক্রিত' সরফরাজকে'
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কি এবার কেকেআরের জার্সিতে দেখা যাবে সরফরাজ খানকে? পরিস্থিতি সেদিকে গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজকোটে স্বপ্নের অভিষেক হয়েছে সরফরাজের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে। অভিষেক টেস্টেই ভয়ডরহীন ৬২ রানের ইনিংস সকলের নজর কেড়েছে। তারপর রাজকোটে দ্বিতীয় ইনিংসে আবার অর্ধশতরান। একটা টেস্ট ম্যাচ সরফরাজের দর অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবারের নিলামে তিনি অবিক্রিত ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অনবদ্য পারফরম্যান্সের পর তাঁকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, তারমধ্যে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। প্রতিভা চেনার ক্ষেত্রে কোনও জুড়ি নেই গৌতম গম্ভীরের। লখনউ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন। তার আগে তাঁর হাত ধরেই দু"বার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ট্রফির খরা কাটাতে তাঁর ওপর নির্ভরশীল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট মহলের খবর, গম্ভীরের ভাবনায় ইতিমধ্যেই ঢুকে পড়েছেন সরফরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাত ধরে আইপিএলে হাতেখড়ি হয়েছিল সরফরাজের। শোনা যাচ্ছে, তাঁকে ফেরাতে চাইছে আরসিবি। দৌড়ে আছে চেন্নাই সুপার কিংসও। একসময় সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে সরফরাজ আইপিএল খেলেছে। কিন্তু আরসিবিতে তখন ডি"ভিলিয়ার্স, গেইল, কোহলিরা থাকায় খুব বেশি সুযোগ পাননি। ২০১৯ সালে তাঁকে রিলিজ করে দেওয়া হয়। পরের দু"বছর পাঞ্জাব কিংসে খেলেন। তারপর দিল্লিতে থাকলেও সেইভাবে সুযোগ পাননি। তবে এখন অনেক উন্নতি করেছেন সরফরাজ। হাতে সব ধরনের শট আছে। আইপিএলে এরকম মারকুটে ব্যাটারকে পেতে চাইবে অনেক ফ্র্যাঞ্চাইজি। এবার সেই লাইনে ঢুকে পড়েছে কেকেআর। 
  • Link to this news (আজকাল)