• ‌ উত্তরপ্রদেশে কংগ্রেসকে ১৫টি আসন ছাড়তে রাজি অখিলেশ
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইন্ডিয়া’‌ জোটে ক্রমশ ভাঙন ধরছে। আসন বন্টন নিয়ে ক্রমশ কংগ্রেসের সঙ্গে সহযোগী দলগুলির দূরত্ব বাড়ছে। এখনও স্পষ্ট নয়, জোটের ব্যানারে কোন কোন দল থাকবে। এরই মধ্যে সমাজবাদী পার্টি জানিয়ে দিল উত্তরপ্রদেশের ৮০ আসনে কংগ্রেসকে ১৫ আসন ছাড়তে তৈরি তারা। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২ আসন। উত্তরপ্রদেশে পেয়েছিল মাত্র একটি আসন। সেবার রায়বরেলি ও আমেথি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল এসপি। কংগ্রেস জিতেছিল শুধু রায়বরেলিতে। আমেথিতে হেরে যান রাহুল। এবার সমাজবাদী পার্টি স্পষ্ট করে দিয়েছে, তাদের ছাড়া আসনেই একমাত্র কংগ্রেস লড়তে পারবে। কোনও গা জোয়ারি সহ্য করা হবে না। অখিলেশ যাদব এটাও স্পষ্ট করে দিয়েছেন, ‘‌একাধিকবার আলোচনা হয়েছে। তালিকা নিয়েও মত বিনিময় হয়েছে। আসন সমঝোতা হওয়ার পরেই এসপি ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে। তার আগে নয়। 
  • Link to this news (আজকাল)