• ‘ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে তা গোটা দেশে হয়নি’, বজবজ থেকে বার্তা অভিষেকের...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘গোটা দেশে কেউ যদি দেখাতে পারেন ডায়মন্ড হারবারের থেকে অন্য কোনো লোকসভা কেন্দ্রে বেশি কাজ হয়েছে তাহলে রাজনীতি ছেড়ে দেব’। সোমবার বজবজ থেকে এভাবেই বিরোধীদের চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। এদিন চড়িয়াল সেতুর উদ্বোধনে বজবজ গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গত দশ বছরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে কাজের খতিয়ান তুলে ধরলেন তিনি। অভিষেক বলেন, ‘গত দশ বছরে ডায়মন্ডহারবারে যে কাজ করছে তা দেশের অন্য কোথাও হয়নি। এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রেও নয়’। সেতু উদ্বোধন করে অভিষেক বলেন, ‘গত ৫৬ বছরে কোনো সাংসদ এই বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়নি। এখানকার বাসিন্দাদের প্রায় পাঁচ দশকের দাবি এই চড়িয়াল ব্রিজ। সেই দাবি অবশেষে পূরণ হল। এই ব্রিজের জেরে প্রায় ৬ লক্ষ মানুষ উপকৃত হবেন’। সামনেই লোকসভা নির্বাতন। তার আগে ফের একবার দলের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে এদিন তুলে ধরেন অভিষেক। বলেন, ’৭০ হাজার মানুষকে বার্ধক্যভাতা দিচ্ছি আমরা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে ১০০০ করা হয়েছে। কেন্দ্র বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমরা আর দিল্লির ওপর ভরসা করব না। যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা চিন্তা করবেন না। সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে’।
  • Link to this news (আজকাল)