• ‘টাকিতে আমায় হেনস্থা করেছে পুলিশ, নিরাপত্তারক্ষীদের আসতে দেওয়া হয়নি’: সুকান্ত...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘টাকিতে আমার হেনস্থা করেছে পুলিশ। আমি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই ওঁদের চালক গাড়ি চালিয়ে দেয়। আমার আরও বড় দুর্ঘটনা ঘটে পারত’। সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি নিয়ে এদিন মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।। তিনি আরও বলেন, ‘আমার গাড়ির সঙ্গে একটা কনভয় থাকে। সিআইএসএফ জওয়ান থাকে। ওঁদের আমার সঙ্গে আসতে দেয়নি হাসপাতালে। আমার আপ্তসহায়ককে গাড়িতে উঠতে দেয়নি। আমার নিরাপত্তা সম্পূর্ণ ভাবে বিঘ্নিত হয়েছে’। উল্লেখ্য,  সন্দেশখালি কাণ্ডে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক-সহ পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠিয়েছিল প্রিভিলেজ কমিটি। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যসচিব। সোমবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মিনু সিংভি। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, সংসদীয় কমিটির তলব আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। সব পক্ষকে নোটিশ ইস্যু করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে।
  • Link to this news (আজকাল)