• ৪ ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, বুধ-বৃহস্পতিতে জেলায় জেলায় বৃষ্টি ...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলা থেকে বিদায় নিল শীত। পশ্চিমের জেলাগুলিতে, উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও, আগামী কিছুদিনের মধ্যেই তা উধাও হবে। এদিকে সোমবারেই একধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব- পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে বুধবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)