বাতিল আধার ! বিভ্রান্তিতে এবার UIDAI-এর বড় বিবৃতি
২৪ ঘন্টা | ২০ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার বিভ্রান্তিতে এবার UIDAI-এর বিবৃতি। আধার সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র। সরকারি ভর্তুকি, সুবিধা এবং পরিষেবা পেতে বেশি ব্যবহৃত। আধার ডেটাবেসকে নির্ভুল রাখতেই নথি ও তথ্য আপডেটেশনে জোর। আধার আপডেট প্রক্রিয়ার জেরেই সময় সময় নোটিস দেওয়া হয়। যদি কোনও ক্ষোভ থাকে UIDAI-কে জানাতে পারেন। লিঙ্ক দিয়ে জানালেন UIDAI-এর এডিজি শুভদীপ চৌধুরী।
তবে আধার আতঙ্কে মমতার কার্পেট বম্বিংয়ের মধ্যেই আসরে শুভেন্দু। শাহ-বৈষ্ণবকে তদ্বির। UIDAI-র রাঁচি অফিস থেকেই বিভ্রাট। দাবি বিরোধী দলনেতার। ভোটের মুখে মমতা-ডিজির বিরুদ্ধে চক্রান্তের তত্ত্ব শুভেন্দুর। অন্যদিকে, কার্ড বাতিলে ফের চড়া সুর মমতার। যাঁদের কার্ড বাতিল তাঁদের জন্য বিকল্প কার্ডের ব্যবস্থা। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নালিশ জানাতে কাল থেকেই রাজ্যের পোর্টাল।কোনও প্রকল্প বন্ধ হবে না। মতুয়া তফশিলিদের নাম নিয়েই বার্তা।