• ‌‌অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইফেল টাওয়ার
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার সোমবার বন্ধ করে দেওয়া হল। টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, সোমবার স্মৃতিস্তম্ভের পরিদর্শন ব্যাহত হবে। দর্শনার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বা সফর স্থগিত করার পরামর্শ দিয়েছে তারা। পাশাপাশি ই–টিকিটধারীদের আরও তথ্যের জন্য তাদের ই–মেল চেক করতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত দু’‌মাসে এই একই কারণে দুবার বন্ধ হল আইফেল টাওয়ার। এটা ঘটনা, প্যারিসের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার দেখতে বছরে প্রায় ৭০ লাখ দর্শক আসেন। যার প্রায় তিন–চতুর্থাংশ বিদেশি। এদিকে ২০২৪ অলিম্পিক প্যারিসে হবে। তাই আইফেল টাওয়ারে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই অবস্থায় কর্মী ধর্মঘটের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার। 
  • Link to this news (আজকাল)