• ভুয়ো ডিরেক্টর দুর্নীতি মামলায় তিন জায়গায় তল্লাশি অভিযান ইডি’‌র ...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছে ইডি। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হবে। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলার তদন্তে তিন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যে রয়েছে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল। বালিগঞ্জে জুটমিলটির মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিস। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত, এই মামলায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই এই তল্লাশি অভিযান। জানা গেছে ‘ডেল্টা লিমিটেড’ এবং ‘ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড’ নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, সংস্থার তরফে তাঁদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। ওই মামলায় দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিল আদালত। পাশাপাশি অভিযুক্ত দুই সংস্থার বিরুদ্ধে ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তারপরেই এই তদন্ত অভিযান। 
  • Link to this news (আজকাল)