• আধার বাতিল-বিতর্ক, আপনার কার্ডে সমস্যা হয়নি তো? হলে কী করবেন? জানাল UIDAI
    আজ তক | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ। লোকসভা ভোটের আগে আধার ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে।' এমন পরিস্থিতিতে আধার কার্ড সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেক্ষেত্রে কী করবেন? UIDAI-তে অভিযোগ জানান
    কেন্দ্রের দাবি, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি। আধার ডেটাবেস আপডেট করার জন্য নিয়মিত নোটিফিকেশন পাঠানো হয়। আধার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে UIDAI-এর কাছে নিচে প্রদত্ত লিঙ্কে গিয়ে অভিযোগ জানাতে পারবেন।

    কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অবশ্য আরও এক সমাধানের রাস্তা দেন। তিনি বলেন, যাঁদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল, হোয়াটসঅ্যাপ এবং অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে। ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠালেই হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জানিয়েছেন
    সোমবার মুখ্যমন্ত্রী জানান, আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। সোমবার বিশেষ পোর্টাল চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা একটি ওয়েব পোর্টাল চালু করছি। আধার বাতিল করে দিলে রাজ্যের পোর্টালে জানান। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। মানুষকে বঞ্চিত হতে দেব না আমরা। যা যা করার তা করব। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। তাতে সব সুযোগ সুবিধা মিলবে। তারা যেন কোনও সুবিধা থেকে বঞ্চিত না হয়।'
    মুখ্যমন্ত্রী আরও জানান, ক্যাম্প করে আলাদা কার্ড দেওয়া হতে পারে। তার আলাদা রেকর্ডিং থাকবে। সকলেই সুবিধা পাবেন। তিনি বলেন, 'কোনও গরিব মানুষকে আমরা না খেয়ে মরতে দেব না।' মুখ্যমন্ত্রী জানান, 'আধার গ্রিভ্যান্সেস পোর্টাল' নামের একটি পোর্টাল তৈরি করা হয়েছে।' মঙ্গলবার থেকে সেই পোর্টাল চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • Link to this news (আজ তক)