অগ্নিগর্ভ সন্দেশখালি। মঙ্গলবার ফের শুরুতেই সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের। তখনই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শুভেন্দুরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, এর মাঝেই কর্তব্যরত এক পাগড়িধারী আইপিএস পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলা হয় বিজেপির তরফে। যার প্রতিবাদে মুখর হন মুখ্যমন্ত্রী। একটি ভিডিও পোস্ট করে গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।