• DRDO: ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পূরণ! ইস্পাতকঠিন জেদে পাহাড়চুম্বী সাফল্য দিনমজুরের ছেলের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • DRDO:

    দিনমজুরের ছেলের এ যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হল। ছোটবেলা থেকে যে অদম্য ইচ্ছা মনে মনে পুষে রেখেছিলেন এই যুবক তা এতদিনে সত্যি হল। ছেলের নজিরবিহীন এই সাফল্যে আজ বুক চওড়া পেশায় রাজমিস্ত্রি বাবার। বিড়ি বেঁধে সংসারের হাল ফেরানোর স্বপ্নে বুঁদ মায়ের চোখেও আজ আনন্দাশ্রু।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)