• Lok Sabha Election 2024: ভোটের মুখে ‘গা ঝাড়া’তেও শিকে ছিঁড়ছে না অনেকেরই! তৃণমূলের নিশ্চিত প্রার্থী সম্ভবত এঁরাই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • Lok Sabha Election 2024:

    লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ইতিমধ্যেই একাধিক প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ না করলেও এই সাংসদরা যে এবারও টিকিট পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। তাঁদের মধ্যে কয়েকজনকে নিয়ে আবার BJP যোগ-জল্পনা তৈরি হয়েছিল। অন্যদিকে, বয়স বিতর্ক আপাতত চাপা পড়লেও ৮০-র কাছাকাছি বা ৮০-র ওপরের বয়সের তৃণমূল সাংসদরা (TMC MP) টিকিট পাবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই বলেই সূত্রের খবর। আপাতত প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে। প্রার্থী হিসাবে একাধিক নয়া মুখ দেখা যেতে পারে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)