মোদী সরকারের চেষ্টা ব্যর্থ হল। শেষ পর্যন্ত কৃষক বিক্ষোভে কেন্দ্রীয় সরকারের সমাধানসূত্র কোনও কাজে দিল না। রবিবার মধ্যরাত পর্যন্ত প্রতিবাদী কৃষকদের সঙ্গে সরকার বৈঠক করেছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় সরকার একটি প্রস্তাব দেয়। প্রস্তাবটি হল, পঞ্জাবের ফসল বৈচিত্র্যের জন্য সমবায়গুলো থেকে সরকার ফসল কিনবে। এজন্য ওই সব সমবায়ের সঙ্গে সরকার চুক্তি করবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রস্তাব অনুযায়ী, পাঁচ বছরের জন্য চুক্তি হবে। তুর (অড়হর), উরদ, মসুর (মসুর), ভুট্টা এবং তুলা ফসল ওই সব সমবায়ের থেকে সরকার ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) কিনবে।