• চতুর্থ টেস্টের আগে অজি কিংবদন্তির বিশেষ উপদেশ স্টোকসদের...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে রাজকোটে সবচেয়ে বড় জয় পেয়েছে ভারত। চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছেন রোহিতরা।‌ রাঁচি টেস্টের আগে ম্যাথিউ হেডেন‌ জানিয়ে দেন, টেস্ট সিরিজ জিতবে ভারত। তবে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিশেষ নির্দেশ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। হেডেন বলেন, "আমার মনে হয় ভারতই সিরিজ জিতবে। আমি সকালে রেজাল্টের দিকে চোখ বোলাচ্ছিলাম, মনে হল নিজেদের দেশে ভারতকে হারানো কঠিন। এনার্জির লড়াই। নিজেদের পুঁজি কাজে লাগাতে হবে। যা ইংল্যান্ডের খুবই সীমিত।" তবে ভারতের এই কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার রাস্তাও বাতলে দেন হেডেন। অজি তারকা জানান, মানসিকতাই আসল চাবিকাঠি। হেডেন বলেন, "ভারতের মাটিতে, সমর্থকদের সামনে লড়াই করা অত্যন্ত কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে চার্জড আপ থাকে ভারতীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াকেও এই তালিকায় ফেলা যায়। মানসিক লড়াইটা সবচেয়ে কঠিন। এটার জন্য তোমাদের "গুরু" হতে হবে। মানসিক দৃঢ়তা রাখতে হবে। এই সিরিজে বেশ কয়েকবার এগিয়ে গিয়েও সেটা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। প্রতি মুহূর্তে, প্রত্যেক বলে, প্রত্যেক সেশনে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা রয়েছে ভারতীয়দের মধ্যে।" ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট। 
  • Link to this news (আজকাল)