• রাঁচিতে বল হাতে দেখা যেতে পারে বেন স্টোকসকে
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জোড়া টেস্ট হারে দ্রুত বল হাতে বাইশ গজে ফেরার পরিকল্পনা করে ফেললেন বেন স্টোকস। নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন। অস্ত্রোপচারের পর থেকে তাঁকে আর বল করতে দেখা যায়নি। গতবছর জুনে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে বল করেননি স্টোকস। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না ম্যাকালাম। নেটে বল হাতে স্টোকসের ফেরা দলের জন্য ভাল সংকেত হলেও, কোনওরকম তাড়াহুড়ো করতে চান না তাঁরা। ম্যাকালাম বলেন, "ও বল করার জন্য তৈরি হচ্ছে। যা দলের জন্য ভাল। তবে বেন বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। যতক্ষণ না নিজে মনে করছে বল করার জন্য ও সম্পূর্ণ ফিট, ততক্ষণ বল করবে না। একটা স্পেল শুরু করে যদি শেষ না করতে পারে, সেটা সমস্যার হবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তবে ওর বল হাতে ফেরা দলের জন্য ভাল।" রাজকোট টেস্টের আগে স্টোকস জানান, তিনি তাঁর ফিজিওথেরাপিস্টকে কথা দিয়েছেন, এই সিরিজে তিনি বল করবেন না। তবে তৃতীয় টেস্টে ৪৩৪ রানে হারার পর তাঁকে এই প্রশ্ন করা হলে স্টোকস বলেন, "আমি হ্যাঁও বলছি না, আবার নাও বলছি না। আমি সব বিষয়েই খুব আশাবাদী। ওয়ার্কলোড নিয়ে মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। এরমধ্যে একদিন ওয়ার্মআপে নিজের একশো শতাংশ দিয়ে বল করতে পেরেছি। মনে হয়েছিল, টেস্টেও হয়তো আমি বল করতে পারতাম। তবে সেটা বোকামি হত।" স্টোকস বল হাতে ফিরলে নিঃসন্দেহে লাভবান হবে ইংল্যান্ড দল। এদিকে ইংল্যান্ডের "বাজবল" স্টাইল বুমেরাং হয়ে ফিরে আসছে। ১৯৩৪ সালের পর রাজকোট টেস্টে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার মুখে পড়ে ইংল্যান্ড। কিন্তু তাসত্ত্বেও স্টাইল বদলাতে রাজি নন ম্যাকালাম। ইংল্যান্ডের কোচ জানিয়ে দিলেন, সিরিজের বাকি ম্যাচেও বাজবল স্টাইলেই খেলবে ইংল্যান্ড। দাবি, তাঁদের অ্যাপ্রোচ নিয়ে কোনও আক্ষেপ নেই। ম্যাকালাম বলেন, "আমরা পৃষ্ঠা উল্টে আবার ভারতকে চাপে ফেলার চেষ্টা করব। আমাদের স্টাইল এবং মনোভাব একই থাকবে। আগামী সাত আট দিনে উত্তেজনাপূর্ণ সিরিজ নির্ণায়ক ম্যাচের অপেক্ষায়।" জোড়া হার সত্ত্বেও সেই "বাজবল" স্টাইলেই টিকে থাকতে চায় ইংল্যান্ড। 
  • Link to this news (আজকাল)