• জম্মু-কাশ্মীরের উন্নতিতে প্রধান বাধা ছিল ৩৭০ ধারা: প্রধানমন্ত্রী...
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের একবার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কাশ্মীরের উন্নতির পথে প্রধান বাধা ছিল ৩৭০ ধারা। বিজেপি সেই বাধা অতিক্রম করেছে। দেশের অন্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার কাশ্মীরেও সমানভাবে উন্নতি ঘটবে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মোদির গ্যারান্টি চলতে থাকবে। দেশে উন্নতি হতে থাকবে। যেভাবে কংগ্রেস কাশ্মীরকে নিয়ে রাজনীতি করেছিল তা থেকে কাশ্মীরবাসীকে মুক্তি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিকশিত ভারতের টার্গেট বজায় রাখতে কাশ্মীরকে সঙ্গে নিয়েই চলবে বিজেপি। জম্মু-কাশ্মীরে বিগত ১০ বছরে যে হারে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তা একদিকে নজির। এদিন প্রধানমন্ত্রী দেড় হাজার সরকারি কর্মচারীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। 
  • Link to this news (আজকাল)