• কংগ্রেসেই থাকছেন কমল নাথ
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সমস্ত জল্পনার অবসান। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ মঙ্গলবার ভার্চুয়ালি যোগদান করলেন কংগ্রেস বৈঠকে। ভারত জোড়ো ন্যায় যাত্রা মধ্য প্রদেশে প্রবেশের মুখে। তাই আগে থেকেই বৈঠক করেন কংগ্রেস নেতারা। কমল নাথের সঙ্গে এদিনের বৈঠকে ছিলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বিজেপিতে যোগদান করতে পারেন। তবে এদিন বৈঠকে যোগদান করে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন কমল নাথ। কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং বলেন, কমল নাথ কংগ্রেসের একজন বিশ্বস্ত অংশ। বিজেপিতে তাঁর যোগদান নিয়ে যে জল্পনা উঠেছিল তার কোনও সত্যতা নেই। এই ধরণের কথা মিডিয়ার এবং গেরুয়া শিবিরের তৈরি। এমনকি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় কমল নাথ যোগদান করবেন বলেও জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত, গান্ধী পরিবারের সঙ্গে কমল নাথের সম্পর্ক তিন দশকের। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে নিজের তৃতীয় সন্তান হিসাবেও মানতেন। তবে মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর অনেকেই কমল নাথের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মধ্য প্রদেশের ২৩০ টি আসনের মধ্যে বিজেপি ১৬৩ টি আসন জিতে সরকার গঠন করে। 
  • Link to this news (আজকাল)