• ‌‌ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, ভিজতে পারে কোন কোন জেলা'‌
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা শোনাল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। জানা গেছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর–পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ উত্তর–পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারই জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বৃহস্পতিবার ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
  • Link to this news (আজকাল)