Virat Kohli and Anushka Sharma: দ্বিতীয়বার বাবা হলেন বিরাট, মা অনুষ্কা! ছেলের নামেই চমক বিরুষ্কা দম্পতির
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২১ ফেব্রুয়ারি ২০২৪
Virat Kohli father again: মঙ্গলবারেই বিরাট কোহলি অনুষ্কা শর্মা সুখবর দিলেন। দ্বিতীয় বারের মত পিতা হলেন বিরুষ্কা জুটি। ফেব্রুয়ারির ১৫ তারিখে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হয়েছেন। সদ্যজাতের নাম রাখা হয়েছে আকাই। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই সুখবর শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি।